Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুড়িগ্রামে ২১ জনের নমুনা সংগ্রহ

এদের মধ্যে ৩ জনের রিপোর্ট নেগেটিভ, ১৮ জনের রিপোর্ট এখনও আসেনি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২০, ৪:২১ পিএম

করোনা সন্দেহে কুড়িগ্রামে এখন পর্যন্ত ২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও রিপোর্ট পাওয়া গেছে মাত্র ৩ জনের। এ ৩ জনেরই রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৩৯ জন সহ মোট ৬৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যে ৩৫৭ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে জ্বর, কাশিসহ করোনা উপসর্গ থাকার সন্দেহে মোট ২১ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের রিপোর্ট নেগেটিভ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নমুনা সংগ্রহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ