Inqilab Logo

ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭, ১৩ শাওয়াল ১৪৪১ হিজরী
শিরোনাম

গান গেয়ো না শব্দদূষণ হচ্ছে, করণ জোহরকে তার সন্তানরা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১২:০০ এএম

ভারতীয় জনপ্রিয় প্রযোজক ও পরিচালক করণ জোহর সন্তানদের সামনে গাইছিলেন গান। হঠাৎ বাবার এমন বেসুরা গলায় গান শুনে তীব্র প্রতিবাদ করলেন যশ এবং রুহি। গান থামিয়ে দিতে হল মাঝ পথেই।

এমনই একটি মজার ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলিউডের প্রযোজক করণ জোহর। তাতে দেখা যাচ্ছে, করণের গান গাওয়া প্রথমে বিরক্তি প্রকাশ করে তার মেয়ে রুহি। সে স্পষ্ট জানায়, ''Don't make a noise''। করণ ফের গান ধরলে তাকে 'No...No' বলে থামিয়ে দেয় ছেলে যশ।

করণ ভেবেছিলেন মা হিরু জোহর বোধহয় ছেলের পাশেই দাঁড়াবেন। সে গুড়ে বালি। হিরুর ভোট নাতি নাতনির দিকেই।

লকডাউনে বন্ধ সিনেমার শুটিং। অনেক দিন পর ছেলে মেয়েকে এত কাছ থেকে পাচ্ছেন করণ। হাসি-মজা-খুনসুটির বিরাম নেই। কিন্তু বাবার গানকে মোটেই ভাল নম্বর দিলেন না যশ-রুহি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিউড


আরও
আরও পড়ুন