Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিউইয়র্কে ভেন্টিলেশনে থাকা ৮০ শতাংশ রোগীই মারা গেছে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ৪:২৮ পিএম

মহামারি কোভিড-১৯ এই মুহূর্তে বেশি তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্রে। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র এখন সবার উপরে। দেশটিতে এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ৩৫ হাজার ২৮২ জন। আর মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮১৮ জনের। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ।

এদিকে নিউইয়র্কের চিকিৎসকরা একটি ভয়ঙ্কর তথ্য দিয়ে জানালেন, হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে থাকা রোগীদের ৮০ শতাংশই মৃত্যুবরণ করেছে। এখন তাঁরা ভেন্টিলেটর ছাড়া অন্য উপায় খুঁজছেন চিকিৎসা দেওয়ার জন্য।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত শ্বাসকষ্টজনিত রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রোগীদের ক্ষেত্রে ভেন্টিলেটর ব্যবহৃত হয়। আশঙ্কাজনক রোগীদের মধ্যে ভেন্টিলেশনে থাকা প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ মারা যায়। কিন্তু ভয়াবহ চিত্র হলো এই যে, নিউইয়র্কে ভেন্টিলেটর লাগানো হয়েছে এমন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৮০ শতাংশই শেষ পর্যন্ত মারা গেছেন।

ভেন্টিলেটর হলো এমন একটি মেশিন যেটা মানুষের ফুসফুসে অক্সিজেন সরবরাহের জন্য ও শ্বাসকষ্টজনিত রোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়।
গুরুতর অসুস্থ রোগীদেরকে ভেন্টিলেটারে রাখাই চূড়ান্ত পদক্ষেপ। বিশেষ করে যাদের শ্বাসযন্ত্রের কার্যকারিতা ব্যাপক ক্ষতিগ্রস্থ হওয়ায় মারা যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। করোনা রোগীদের উচ্চ মৃত্যুর হারের একটি কারণ হতে পারে ভেন্টিলেটর। তবে এটাও ঠিক যে এখন পর্যন্ত এমন কোনো কার্যকরি ওষুধ নেই যা করোনভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করতে পারে। ফলে গুরুতর রোগীদের বাঁচিয়ে রাখতে ভেন্টিলেটরই একমাত্র ভরসা। সূত্র- বিজনেস ইনসাইডার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ