Inqilab Logo

ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৪ আশ্বিন ১৪২৭, ০১ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন পুতিন

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সমরাস্ত্রের বিশাল মহড়া। অত্যাধুনিক অস্ত্র। সামরিক যান। কী নেই মহড়ায়! সম্প্রতি রাশিয়ায় আয়োজিত হয়েছে এমনই এক মহড়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এটা নিয়মিত প্রশিক্ষণের একটা অংশ। কিন্তু এ কথা মানবে কেন ন্যাটোভুক্ত দেশগুলো? বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন! একটি মেইল অনলাইন জানিয়েছে, দেশটির আলতেই এলাকায় বনাঞ্চলের দিকে ওই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় চারশ সামরিক যান অংশ নেয়। ভিডিওতে দেখা যায়, ব্যালিস্টিক মিসাইলও ব্যাপকভাবে প্রদর্শিত হয়। মূল আকর্ষণের বিষয় ছিল মিসাইলগুলোর ধরন। সবকিছুই অত্যাধুনিক প্রযুক্তির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, মিসাইল ব্যবহারসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্যই এ আয়োজন করা হয়। বিবিসি। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন পুতিন
আরও পড়ুন