Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্রিটেনে ১৯ চিকিৎসক নার্সের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

রোগীদের সেবা দিতে গিয়ে ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ১৯ চিকিৎসক ও নার্সের প্রাণহানি ঘটেছে। শনিবার এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি বলেন, করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ১৯ জন চিকিৎসক এবং নার্স মারা গেছেন। কোভিড-১৯ এর লড়াইয়ে সামনের সারির কতজন যোদ্ধা প্রাণ হারালেন সেই তালিকা প্রকাশের ওপর গুরুত্বারোপের একদিন পর ম্যাট হ্যানকক এসব তথ্য জানিয়েছেন। তবে দেশটির প্রধানমন্ত্র নার্সিং কর্মকর্তা করোনায় প্রাণ হারানো নার্স এবং চিকিৎসকদের তালিকা প্রকাশের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, এই মুহূর্তে তাদের নাম তালিকাবদ্ধ করাটা একেবারে অযৌক্তিক। কেননা মৃত্যুবরণকারী চিকিৎসক ও নার্সদের পরিবার পরিচয় প্রকাশ করতে রাজি কিনা সেটি আমরা এখনও তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে পারিনি। লন্ডনের রয়াল কলেজ অব নার্সিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যাম ডোনা কিননায়ার বলেন, ইনটেনসিভ কেয়ার ইউনিটে কাজ করার কারণে চিকিৎসক এবং নার্সরা মারা যাচ্ছেন না। বরং তারা মারা যাচ্ছেন যথাযথ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর অভাবে কাজ করার কারণে। দ্য মেট্রো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৯-চিকিৎসক-নার্স
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ