Inqilab Logo

ঢাকা, শনিবার, ০৮ মে ২০২১, ২৫ বৈশাখ ১৪২৮, ২৫ রমজান ১৪৪২ হিজরী

পাগলা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২০, ৮:১৫ পিএম

পাগলা নদীতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী মধ্যপাড়া গ্রামের মো. যোবায়ের ইসলামের ছেলে এমরান আলী (৮) ও জিয়াউর রহমানের মেয়ে জুঁই খাতুন (১১)।
স্থানীয়দের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, দুপুরের দিকে শিবগঞ্জ পৌর এলাকার পাগলা নদীর তর্ত্তীপুর ঘাটে গোসল শেষে ওঠার সময় পা পিছলে পড়ে যায় জুই ও তার মা। এসময় তাদের সঙ্গে থাকা শিশু এমরানও পড়ে যায়। জুঁইয়ের মা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শিশু দুইটি পানিতে ডুবে যায়। স্থানীয়রা শিশু দু’টিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারা মারা যায়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রবিউল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ