Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনার টিকা আসতে অন্তত আরো এক বছর লাগবে : ডব্লিউএইচও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২০, ৪:২৭ পিএম

করোনা প্রতিরোধের জন্য অনেকেই চেয়ে রয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন গবেষণার কাজে যুক্ত বিশেষজ্ঞ ও চিকিৎসকদের দিকে। কবে তারা মারণ ভাইরাস রুখে দেয়ার দিশা খুঁজে পান, কবে করোনার টিকা আবিষ্কৃত হয় সেই আশায়। খবর আনন্দবাজারের।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, অন্তত এক বছরের আগে করোনার টিকা আবিষ্কারের কোনও সম্ভাবনা নেই। রাতারাতি কিছুর প্রত্যাশা না করাই ভালো।
মঙ্গলবার জেনিভায় ডব্লিউএইচও’র মুখপাত্র চিকিৎসক মার্গারেট হ্যারিস সাংবাদিকদের বলেন, অন্তত ১২ মাস বা তারও বেশি সময় লাগতে পারে। তার আগে করোনার টিকা আবিষ্কারের আশা না করাই ভালো।

তবে মঙ্গলবার আশার কথাও শুনিয়েছে ডব্লিউএইচও। ইতালি ও স্পেনের মতো ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে বলে জানিয়েছেন হ্যারিস। তবে ব্রিটেন ও তুরস্কের মতো দেশে এখনও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।

জেনিভায় ডব্লিউএইচও’র মুখপাত্র বলেন, পুরো বিশ্বে মোট করোনা সংক্রমণের ৯০ শতাংশই ইউরোপ ও আমেরিকার। পাশাপাশি লকডাউনে কোনও ছাড় দেয়ার আগে ছয়টি পদক্ষেপ মানার ব্যাপারে সব দেশের জন্য একটি নির্দেশিকা জারি করা হবে বলেও জানিয়েছে ডব্লিউএইচও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডব্লিউএইচও

১৯ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ