Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সখিপুর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

সখিপুর পৌর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গতকাল রোববার সখিপুর পৌরসভার ২০১৬-২০১৭ অর্থবছরের ১০ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ২শ’ ৮৩ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। এতে আয়ের উৎস ধরা হয়েছে রাজস্ব, সরকারি অনুদান, বি.এম.ডি.এফ কর্তৃক প্রদত্ত লোন/গ্রান্ড ও গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে এবং (ব্যয় + উন্নয়ন ব্যয়) নিজস্ব তহবিলে উন্নয়ন ব্যয়,সরকারি তহবিলে উন্নয়ন ব্যয়, বি.এম.ডি.এফ কর্র্তৃক প্রদত্ত লোন/গ্রান্ড ব্যয় ও গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে। ধার্যকৃত আয় ধরা হয়েছে ১০ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ২শত ৮৩ টাকা এবং ধার্যকৃত ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ১২ লাখ ৭৩ হাজার ২শত ৮৩ টাকা। বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রফিকুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সখিপুর পৌরসভার বাজেট ঘোষণা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ