ওবায়দুল কাদের আত্মসম্মান বিকিয়ে দিলেন : কাদের মির্জা

‘আমরা কি রাজাকার পরিবার? ওবায়দুল কাদের সাহেব, আপনি কীভাবে সারেন্ডার করলেন? কীভাবে নিজের আত্মসম্মানকে বিকিয়ে
যশোর জেলা বঙ্গবন্ধু ছাএ পরিষদের সম্পাদক সাব্বির আহমেদ রাসেল (২৭) খুন হয়েছেন। তিনি সদর উপজেলার ভেকুটিয়া গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় বুধবার রাতে খুন হন।
নিহত রাসেল ভেকুটিয়া শ্মশানপাড়ার বাসিন্দা আরবপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু সালেকের ছেলে। দুর্বৃত্তের হাতে গুরুতর আহত হয়েছেন নিহতের ছোট ভাই আলামিন (২৫)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পিতা জানান, রাত ১১টার দিকে তিনিসহ তার দুই ছেলে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েছিলেন। এসময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শামিনুর ও পিচ্চি বাবু দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। বাইক আস্তে চালাতে বলায় তারা দাঁড়িয়ে যায় এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। এর এক ঘণ্টা পর তারা আরো লোকজন নিয়ে ঘটনাস্থলে আসে এবং রাসেল ও আলামিনকে কুপিয়ে জখম করে চলে যায়।
হাসপাতালে নেওয়ার পথে রাসেল রাতেই মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।