Inqilab Logo

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

দৌলতখানে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ২:১১ পিএম

ভোলার দৌলতখানে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৬ এপ্রিল) সকাল ১০টায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই ইউনিয়নের কালিয়া চর হাজারী মৌজার ২শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান, ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম নবী নবু, ট্যাগ অফিসার আব্দুল মান্নানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু বলেন, করোনা ভাইরাসের কারণে ভবানীপুর ইউনিয়নের বিচ্ছিন্ন অংশ কালিয়া চর হাজারী মৌজার বাসিন্দারা অসহায় হয়ে পড়ে। ইউনিয়নে সরকারিভাবে ২ মে.টন চাল ও ১০ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেছে। ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল’র নির্দেশ মোতাবেক ওই বরাদ্ধ থেকে চরাঞ্চলের অসহায় পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ