Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফের ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীর কাছাকাছি চলে এসেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের করপস›র ১১টি যুদ্ধ জাহাজ। আর ইরানের এমন কর্মকান্ডকে বিপজ্জনক উল্লেখ করেছে মার্কিন নৌবাহিনী। বুধবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়। গত কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্য উপসাগরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেনা কর্মকর্তা কাসেম সোলাইমানি হত্যার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরি সম্পর্কের মধ্যে আবারো এমন কর্মকান্ড দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের ছয়টি জাহাজের কাছাকাছি পৌঁছে যায় ইরানের জাহাজগুলো। ইরানের জাহাজগুলোকে উদ্দেশ্য করে বেশি কয়েকটি সতর্কবার্তা পাঠানো হয়েছে বলেও মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এরপর প্রায় ঘণ্টাখানেক পর ইরানের জাহাজগুলো সেখান থেকে সরে যায়। এদিকে এ নিয়ে ইরানের গণমাধ্যমে কিছু বলা হয়নি। ইন্টারনেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ