Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সন্তান জন্ম দিয়েই মৃত্যু

বিবিসি | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত গর্ভবতী একজন নার্স সন্তান জন্ম দেওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন। কভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়েই ওই নার্স করোনায় আক্রান্ত হন।
ম্যারি আগিএইওয়া আগিয়াপং (২৮) নামের এই মহীয়সী নার্স কাজ করতেন ইংল্যান্ডের লুটন শহরের ডানস্টেবল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেবিকা হিসেবে তিনি এই হাসপাতালেই ৫ বছর কাজ করেছেন।
করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার ২ দিন পর গত ৭ এপ্রিল এই সেবিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসোলেশনে থাকা তার স্বামীরও করোনা ধরা পড়েছে।
হাসপাতালের প্রধান নির্বাহী ডেভিড কার্টার বলেন, তিনি অসাধারণ ভালো সেবিকা ছিলেন এবং এই ট্রাস্টের মানের একজন দুর্দান্ত উদাহরণ। এই সময়ে ম্যারির পরিবার ও বন্ধুদের জন্য আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।
আগিয়াপংয়ের সাবেক এক সহকর্মী বলেন, একজন সেবিকা হিসেবে আগিয়াপং ন্যাশনাল হেলথ সার্ভিসকে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ