Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা উপসর্গ নিয়ে রংপুরের পীরগঞ্জে একজনের মৃত্যু

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৩:৪২ পিএম

নারায়ণগজ্ঞ থেকে আসা রংপুরের পীরগঞ্জ উপজেলার খষ্টি গ্রামে ফারুখ মিয়া নামে এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

এলাকাবাসী ও স্বজনরা জানিয়েছেন, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের খষ্টি গ্রামের ডাঃ আব্দুল জলিলের ছেলে ফারুখ মিয়া (২৯) গত ১০/১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে পীরগঞ্জের বাড়িতে আসেন। তিনি গত তিন দিন ধরে শ্বাসকষ্টসহ সর্দি জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এরই মধ্যে শুক্রবার ভোরে তিনি মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মবিন জানিয়েছেন, করোনার উপসর্গ নিয়ে সে মারা গেছে। বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ