Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রথম দিনেই ইভিন্স টেক্সটাইলের দর বেড়েছে

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বস্ত্র খাতের নতুন কোম্পানি ইভিন্স টেক্সটাইলের লেনদেনের প্রথম দিনেই দর বেড়েছে ১৪ টাকা ৬০ পয়সা বা ১৪৬ শতাংশ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৪ টাকা ৬০ পয়সা দরে। ডিএসইর তথ্য অনুযায়ী, ইভিন্স টেক্সটাইল ১৯ টাকা ৯০ পয়সা দরে ডিএসইতে লেনদেন শুরু করে। এদিন শেয়ারটির দর ১৬ টাকা ৫০ থেকে ২৫ টাকা ১০ পয়সা পর্যন্ত উঠানামা করে। লেনদেনের প্রথম দিনে কোম্পানিটি ১২ হাজার ৮৫৩ বারে ৯১ লাখ ৭২ হাজার ৮৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১৭ কোটি ৫৭ লাখ টাকা। ইভিন্স টেক্সটাইলের অনুমোদিত মূলধন রয়েছে ১৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১২০ কোটি টাকা। পুঁজিবাজারে কোম্পানিটির মোট ১২ কোটি শেয়ার রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম দিনেই ইভিন্স টেক্সটাইলের দর বেড়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ