Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লকডাউন প্রত্যাহার দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

করোনাভাইরাস মহামারির কারণে চলমান লকডাউন প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, মেরিল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার ও ওহিওতে এ বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। এদিকে, ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, রাজ্য সরকারগুলো ‘অকারণে’ সীমাবদ্ধতা তৈরি করেছে। অপরদিকে, লকডাউনের বিরুদ্ধে ব্রাজিলের রাস্তায় নেমে এসেছেন দেশটির ড্রাইভাররা। ট্রাক, গাড়ি ও মোটরসাইকেল নিয়ে হাজারো মানুষ রাজধানী রিও ডি জেনারিও, সাউ পাউলো ও ব্রাসিলিয়ার রাস্তায় নেমে এসেছেন। তারা সরকারেরও পদত্যাগ দাবি করেছেন। দেশটিতে চলমান লকডাউনের কারণে কয়েক সপ্তাহ ধরে ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। রিও’র লোকজনকে বিক্ষোভে অংশ নিতে আহবান জানিয়েছেন এন্ডারসন মরিস নামে রাজ্যটির একজন আইনপ্রণেতা। তিনি বলেন, অন্য যেকোনো কিছুর চেয়ে জীবন বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা না করে আমরা আজকের সিদ্ধান্ত নিতে পারি না। কারণ আমি জানি না আগামী দিন একটি পরিবার কী করবে, যখন সে দেখবে তার ছেলেমেয়েরাক্ষুধার্ত হয়ে আছে।’ অবশ্য লকডাউন বৃদ্ধির বিপক্ষে ব্রাজিলের প্রেসিডেন্টও। তিনিও চান দেশটির অর্থনীতি খুলে দিতে। রাজনীতিবিদরা সবকিছু বন্ধ রাখছেন ও আতঙ্ক সৃষ্টি করছেন বলে মন্তব্য করে তিনি বলেন, আতঙ্কটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেন, জনগণ স্বাভাবিক জীবনে ফিরতে চায়। প্রেসিডেন্ট প্যালেসের বাইরে জড়ো হওয়া সমর্থকদের ছোট একটি জমায়েতের সাথে বৈঠকের আগে ফেসবুকে লাইভে এসে তিনি এ কথা বলেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে বিভিন্ন অঙ্গরাজ্যকে ‘স্বাধীন’ করার আহবান জানানোর পর থেকেই রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে ওকলাহোমা, টেক্সাস, ভার্জিনিয়া, মিশিগান, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, কেন্টাকি, ওহিও, নর্থ ক্যারোলিনা ও মিনেসোটা অঙ্গরাজ্যে। আল-জাজিরা, রয়টার্স।



 

Show all comments
  • মাহমুদ খান ২১ এপ্রিল, ২০২০, ১২:৪৬ এএম says : 0
    লকডাউন উঠিয়ে নিয়ে, সকল নাগরিকের জন্য কঠোর স্বাস্থ্য বিধি আরোপ করা উচিৎ।
    Total Reply(0) Reply
  • মাহমুদ খান ২১ এপ্রিল, ২০২০, ১২:৪৬ এএম says : 0
    লকডাউন উঠিয়ে নিয়ে, সকল নাগরিকের জন্য কঠোর স্বাস্থ্য বিধি আরোপ করা উচিৎ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ-যুক্তরাষ্ট্র-ব্রাজিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ