Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

তাড়াইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

এমপিও’র অভাবে মানবেতর জীবনযাপন করছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কে ডি আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও শাহ আবুল হাসেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। তাড়াইল উপজেলায় ২টি কলেজ, ৬টি মাদরাসা ও ১৫টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এরমধ্যে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান বাদে সবগুলোই এমপিওভুক্ত। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কে ডি আর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ২০০৪ সনে প্রতিষ্ঠিত হয় শাহ আবুল হাসেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেতে ২টি প্রতিষ্ঠানের বোর্ড কর্তৃক পাঠ অনুমতি থাকলেও নেই শিক্ষক-কর্মচারীদের এমপিও। যার ফলে দীর্ঘদিন যাবৎ উক্ত ২টি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। শাহ আবুল হাসেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল উদ্দিন ভূঞার সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, মনে আশা নিয়ে শিক্ষকতার এ মহান পেশায় এসেছিলাম। কিন্তু বেতন না থাকায় পরিবার-পরিজন নিয়ে চলা খুবই কষ্টকর হচ্ছে। আর নিজেদের হাতে গড়া প্রতিষ্ঠান ছেড়ে যেতেও মায়া হয়। একদিন এমপিও হবে এই আশা নিয়ে নিষ্ঠার সাথে ছাত্রছাত্রীদের পাঠদান দিয়ে যাচ্ছি। ২০১০ সালে হঠাৎ করে সরকার প্রাতিষ্ঠানিক এমপিও বন্ধ করে দেয়। এতে হতাশায় মাথা ঘুরপাক খাচ্ছে কি হবে ভেবে পাচ্ছি না। খুব দ্রুত প্রতিষ্ঠান দুটিকে এমপিও ভুক্তির আওতায় এনে শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন লাগব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাড়াইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মানবেতর জীবন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ