Inqilab Logo

ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮, ৩০ রমজান ১৪৪২ হিজরী

নওগাঁর ধামইরহাটে মাটির দেয়াল চাপায় শিশুর মৃত্যু

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১২:২০ পিএম

নওগাঁর ধাামইরহাটে মাটির দেয়াল চাপা পড়ে জোনায়েদ হাসান (৪) নামের এক শিশুর মর্মান্তিক হয়েছে। অনাকাঙ্খিত এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। গত শনিবার সন্ধ্যায় উপজেলার নানাইচ সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ হাসান ওই এলাকার আহমদ সরদারের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা ছিলেন।
জানা গেছে, উপজেলার ৬ নং জাহানপুর ইউনিয়নের অন্তর্গত নানাইচ আহমদ সরদার (৪০) তার পুরনো মাটির বাড়ি থেকে নতুন পাকা বাড়িতে পার হওয়ার জন্য আসবাবপত্র সরানোর কাজ করছিলেন। জোনায়েদ হাসান ওই পুরনো বাড়ীর মাটির দেয়ালের পাশে খেলা করছিল এ সময় বাড়ীর বারান্দার মাটির একটি বড় অংশ তার উপর পড়ে। এতে ঘটনাস্থলে জোনায়েদ হাসান মারা যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওসমান আলী এবং এলাকাবাসীর সহযোগিতায় মৃত শিশুটিকে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ