Inqilab Logo

সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৫ আশ্বিন ১৪২৮, ১২ সফর ১৪৪৩ হিজরী

মুন্সীগঞ্জে ৬ উপজেলায় গভীর রাতে ডাকাতের গুজব

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ২:১৩ পিএম

মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার সর্বত্র ডাকাতের গুজবে গভীর রাতে গ্রামবাসী জেগে উঠে। আতংক ছড়িয়ে পড়ে সর্বত্র । এলাকাবাসী ঘর থেকে বের হয়ে রাত জেগে এলাকা পাহাড়া দেয়।
জানা যায়, গতকাল (সোমবার) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত ১টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর টংগীবাড়ী, লৌহজং , শ্রীনগর , সিরাজদিখান এলাকার মসজিদের মাইকে ডাকাত আসছে বলে মাইকিং করা হয়। এ মাইকিং শুনে গ্রামবাসী জেগে উঠে এলাক পাহাড়া দেয়। মুন্সীগঞ্জ শহরের এ ঘটনা ঘটে। বিভিন্ন মসজিদের ঈমামগন জানান, পার্শ্ববর্তী মসজিদের মাইকিং শুনে মোবাইল কল পেয়ে ঘুম থেকে জেগে ভয়ে তারা মাইকিং করে। পুলিশ প্রশাসন জানায় এটি সম্পূর্ন গুজব। কোথাও কোন ডাকাতির ঘটনা ঘটেনি। একটি স্বার্থন্বেষী মহল অসৎ উদ্দেশ্যে এই গুজব ছড়িয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুজব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ