Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

টোকিওতে হাওয়াই বিমানের জরুরি অবতরণ

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাপানের রাজধানীতে গত রোববার দিবাগত রাতে হাওয়াই এয়ারলাইনসের একটি বিমান জরুরি অবতরণ করেছে। এ সময় বিমানের চাকা ফেটে যায়। এতে একটি রানওয়ে বন্ধ করে দেয়া হয় এবং বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়, হাওয়াইয়ান এয়ারলাইনসের ফ্লাইট এইচএ ৪৫৮ টোকিওর হানেদা বিমানবন্দর থেকে হনোলুল যাচ্ছিল। তবে হাইড্রোলিক সিস্টেমে অস্বাভাবিকতা চিহ্নিত হওয়ার পর বিমানটি ফের টোকিও ফিরে আসে। খবরে বলা হয়, এয়ারবাস ৩৩০ স্থানীয় সময় রোববার দিবাগত রাত দেড়টায় হানেদার একটি রানওয়েতে অবতরণ করে। আসাহি শিমবুন পত্রিকার খবরে বলা হয়, বিমানটিতে ২৯৩ যাত্রী ও ক্রু ছিলেন। তবে কেউ আহত হননি। অবতরণ করার সময় বিমানের ১০ চাকার আটটি ফেটে যায়। এ সময় বিমান থেকে রানওয়েতে কিছু তেল পড়ে। এরপর রানওয়েটি বন্ধ করে দেয়া হয় এবং জাপান এয়ারলাইনসের কমপক্ষে ১৪টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া বেশ কয়েকটি ফ্লাইটের বিলম্ব হয়। এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পরিবহন মন্ত্রণালয় ও হাওয়াইয়ান এয়ারলাইনসের কর্মকর্তাদের পাওয়া যায়নি। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টোকিওতে হাওয়াই বিমানের জরুরি অবতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ