Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাপ্পারাজ আর ফেসবুক ব্যবহার করবেন না

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ফেসবুক নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন চিত্রনায়ক ও অভিনেতা বাপ্পারাজ। বিগত একসপ্তাহ ধরে তাকে নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বাপ্পারাজ তার নিজের ফেসবুক আইডি বেশ ভালোভাবেই বেশ কয়েক বছর ব্যবহার করে আসছিলেন। কিন্তু তার একই নামে আরেকটি ফেসবুক আইডি খুলে কে বা কারা নানা ধরনের রাজনৈতিক এবং ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছে। বিষয়টি অবগত হবার পরও বাপ্পারাজ তেমন আমলে নেননি। তবে গত সপ্তাহে নিজের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন। নতুন আরেকটি আইডি খোলার পরও সেটি হ্যাকাররা ডিএ্যাক্টিভেট করে দেয়। বিষয়টি নিয়ে বাপ্পারাজ উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বাপ্পারাজ বলেন, ‘এখন আর আমি ফেসবুকে নেই। আমার নামে যে দশ/বারোটি আইডি আছে সব ভুয়া। কোনটির সাথেই আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই। কেউ যদি ফেসবুকে বাপ্পারাজ নামক আইডির সাথে বন্ধুত্ব করেন তার কোন দায় দায়িত্ব আমার থাকবে না। আমি আর কোনদিনই ফেসবুকে আসবো না। এর কারণে সামাাজিকভাবে আমাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এটা থেকে নিজেকে বিরত রাখতে চাই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাপ্পারাজ আর ফেসবুক ব্যবহার করবেন না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ