Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরাকে আইএস’র প্রধান ইব্রাহিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস’র নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-কুরাইশির নাম ঘোষণা করা হয়েছে। ইরাকের বার্তা সংস্থা আল-মা’লুমা এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা স‚ত্রগুলো এ ব্যাপারে নিশ্চিত হয়েছে যে কুরাইশি ইরাকের ভেতরেই রয়েছেন এবং তার অল্প কয়েকজন কমান্ডার ছাড়া তার চেহারা ও বেশভুষা সম্পর্কে কারও কিছু জানা নেই। এদিকে ইরাকের সেনা গোয়েন্দা অধিদপ্তর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আল-আনবার প্রদেশে আইএস জঙ্গিদের সঙ্গে সাক্ষাৎ ও যোগাযোগের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করা
হয়েছে। আল-মা’লুমা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইএস- প্রধান-ইব্রাহিম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ