Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা আতঙ্কে আত্মহত্যা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:৪৫ এএম

ঢাকাফেরত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ব্যক্তি করোনা আতঙ্কে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


মঙ্গলবার রাতে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৫৫)। তিনি একই এলাকার মোন্তাজের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আলাউদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মিরপুর থেকে ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুরে গ্রামের বাড়িতে ফেরেন।

এ খবর জানার পর ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী গ্রামপুলিশ পাঠিয়ে তাকে ১৪ দিন নাকাটিতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে থাকার কথা বলেন।

আলাউদ্দিন সকালে কোয়ারেন্টিনে যাবে বলেও জানান। কিন্তু ওই রাতেই তিনি বাড়ির পাশের একটি আমগাছে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে ধাইনগর ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী জানান, আলাউদ্দিনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার নাকাটিতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪ দিন থাকতে বলা হয়। কিন্তু সেই রাতে তিনি আত্মহত্যা করেন।

তবে কী কারণে আলাউদ্দিন আত্মহত্যা করেছেন, সেটি এখনও নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, তিনি করোনা আতঙ্কে এমনটি করেছেন।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তিনি স্থানীয় জনগণকে করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ