Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফতুল্লায় গণপিটুনিতে যুবক হত্যায় ৩২ জনের বিরুদ্ধে মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১:৩৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভিপি রাজিব ওরফে রেজাউল করিম রাজিব তালুকদার নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার দায়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার নিহতের বাবা আসু মিয়া তালুকদার ওরফে হাসু মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- পাগলা জাউল্লাপাড়া এলাকার মোকলেস মিয়ার ৫ ছেলে মিঠুন, রাব্বি, ইয়াসিন, কাওসার ও মিলন।

এ ছাড়া আসামি করা হয়েছে সহযোগী আল আমিন ওরফে কেবলা আল আমিন, সানজিদা, চাঁদ সেলিম, ফয়সাল, সলেমান ওরফে কুট্টি, আ. জলিল, মানিক ওরফে কুত্তা মানিকসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে।

এদের মধ্যে পুলিশ চাঁদ সেলিম ও সলেমান ওরফে কুট্টিকে গ্রেফতার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ