ধামরাইয়ে সাংবাদিক জুলহাস হত্যার ৩নং আসামী ৩দিনের রিমান্ডে

ঢাকার ধামরাই প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক জুলহাস উদ্দিনকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করার ঘটনায় জড়িত আনিসুর
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভিপি রাজিব ওরফে রেজাউল করিম রাজিব তালুকদার নামে এক যুবককে গণপিটুনিতে হত্যার দায়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার নিহতের বাবা আসু মিয়া তালুকদার ওরফে হাসু মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- পাগলা জাউল্লাপাড়া এলাকার মোকলেস মিয়ার ৫ ছেলে মিঠুন, রাব্বি, ইয়াসিন, কাওসার ও মিলন।
এ ছাড়া আসামি করা হয়েছে সহযোগী আল আমিন ওরফে কেবলা আল আমিন, সানজিদা, চাঁদ সেলিম, ফয়সাল, সলেমান ওরফে কুট্টি, আ. জলিল, মানিক ওরফে কুত্তা মানিকসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে।
এদের মধ্যে পুলিশ চাঁদ সেলিম ও সলেমান ওরফে কুট্টিকে গ্রেফতার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।