Inqilab Logo

ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০, ১১ অগ্রহায়ণ ১৪২৭, ১০ রবিউস সানি ১৪৪২ হিজরী

রৌমারী সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৩:৫০ পিএম | আপডেট : ৩:৫৪ পিএম, ২২ এপ্রিল, ২০২০

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৩৭৭পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
৩৫, বিজিবি জামালপুরের অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ জানান, কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন রৌমারী বিওপি’র হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে ৪ সদস্যের একটি টহলদল বুধবার (২২এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৫/১-এস হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছোট মাদারটিলা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার বেলটিয়া কোজগড় গ্রামের মোঃ আব্দুল মান্নানের পুত্র মোঃ অনিক মিয়া (২১) বলে জানা গেছে। আটককৃত ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ীকে রৌমারী থানায় সোর্পদ করা হয়েছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন