Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রংপুরে ১৫ দিনে করোনায় আক্রান্তের ১০ জন

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ৮:০৭ পিএম

গত ১৫ দিনে রংপুর জেলায় ১০ জন করোনা ভাইরাসের পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭জন পুরুষ ও ৩জন নারী। আক্রান্তদের মধ্যে দু’জন বৃদ্ধ ছাড়া সবাই ৩০ থেকে ৪৫ বছর বয়সী।
করোনা আক্রান্ত এই ১০ জনের মধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ২ চিকিৎসক ১ জন কর্মচারী ছাড়াও একজন বেসরকারি একটি ক্লিনিকের পরিচালক ও একজন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নারী কর্মচারী রয়েছেন।
বৃহস্পতিবার সকালে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে বেশির ভাগই পুরুষ এবং বয়সে যুবক। তাদের মধ্যে নয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. হিরম্ব কুমার জানান, রংপুর জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় বগুড়াতে। তিনি রংপুর সদরের সদ্যপুষ্করিণী ইউনিয়নের বাসিন্দা। আক্রান্ত ওই বৃদ্ধ বগুড়ার একটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
ওই বৃদ্ধের আক্রান্ত হবার দুইদিন পর (৮ এপ্রিল) মিঠাপুকুরের বালারহাটে এক তরুণের শরীরে করোনা শনাক্ত হয়। এর আট দিন পর বদরগঞ্জ উপজেলার বৈরামপুরে এক যুবক এবং পরের দিনও ওই উপজেলার আউলিয়াগঞ্জের তাবলিগ জামাত ফেরত এক বৃদ্ধ করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হন। এরপর ১৮ এপ্রিল হতে ২২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনে আরো ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রংপুরে দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির বিষয়কে অত্যন্ত খারাপ লক্ষণ হিসেবে দাবি করেন সিভিল সার্জন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। এই মহামারিতে আমাদের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ