Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সঠিকভাবে নিজেদের পরিচালিত করলেই পুনর্বিবেচনা : যুক্তরাষ্ট্র

তহবিল স্থগিত বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ডব্লিউএইচওর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয়ে পুনর্বিবেচনা করা হবে যদি যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের পর তারা সঠিকভাবে নিজেদের পরিচালিত করে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) পক্ষ থেকে বুধবার এমনটি জানানো হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) ভারপ্রাপ্ত প্রধান জন বার্সা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাইরেও যে প্রতিষ্ঠান এ সময়ে করোনার ভ্যাকসিন তৈরির মত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে যুক্তরাষ্ট্র তাদের নিরবচ্ছিন্নভাবে সাহায্য দিতে চায়। এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করার জন্য ২৭০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে বলেও জানায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্র প্রায় ৬০ কোটি ডলার অর্থায়ন করে। যেখানে চীন করে মাত্র চার কোটি ডলার। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রশাসন তহবিল স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান, তবে তার মূল মনোযোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী শেষ করা ও মানুষের জীবন বাঁচানো বলে জানিয়েছেন তিনি। বুধবার জেনিভাতে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস এসব কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। আফ্রিকা এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি অংশে প্রাথমিক মহামারীর ‘উদ্বিগ্ন হওয়ার মতো ঊর্ধ্বমুখী প্রবণতা’ আছে বলেও জানিয়েছে তিনি। বলেছেন, “অধিকাংশ দেশই এখনও মহামারীর প্রাথমিক পর্যায়ে আছে আর আগেই মহামারী শুরু হওয়া কিছু দেশে আক্রান্তের সংখ্যা ফের বাড়তে শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ