Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে এক যুবক, নাটোরের নলডাঙ্গায় এক কলেজ ছাত্র ও গাইবান্ধার সুন্দরগঞ্জে এক যুবক বিদ্যুৎস্পৃৃষ্টে ইন্তেকাল করেন। এ সংক্রান্ত বিষয়ে সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরের কমলনগরে বিদুৎস্পর্শে মুহাম্মদ আরিফুর রহমান বাঘা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া ফলকন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ ওই এলাকার নুর উদ্দিন বাঘার ছেলে। তিনি স্থানীয় চরফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৌশ প্রহরী পদে কর্মরত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মোশারেফ হোসেন বাঘা জানান, নিজ বসত বাড়ির রান্নাঘরে বিদ্যুতের কাজ করছিলেন আরিফ। ওই সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের স্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুশফিকুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সাব্বির হোসেন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃস্পতিবার সকালে উপজেলার বাঙ্গালখলসি গ্রামে পুকুরে জলমোটর দিয়ে সেচ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র সাব্বির হোসেন (১৯) ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলামের ছেলে ও নলডাঙ্গা শহীদ নজমুল হক ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নলডাঙ্গা থানার ওসি হুমায়ন কবির ও এলাকাবাসী জানায়, গতকাল বৃস্পতিবার সকালে উপজেলার বাঙ্গালখলসি গ্রামে সাব্বির বাড়ির পাশে পুকুরে মাছ চাষের জন্য জলমটর দিয়ে সেচ দেওয়ার প্রস্ততি নিচ্ছিল। এসময় অসাবধনতাবশত বৈদ্যুতিক তারে শর্ট লেগে পুকুরের পানিতে পড়ে যায়। আহত অবস্থায় সাব্বির কে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃৃষ্টে শুকুর আলী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮ টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের লাল মিয়ার ছেলে শুকুর আলী (৩২) তার চাচা শহিদুলের সেচ মেশিন ঘরের ছিড়ে যাওয়া বিদ্যুতের তার সংযোগ দিতে যায়। এসময় অসাবধানতা বশত: বিদ্যুৎস্পৃৃষ্টে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় শুকুর আলীর বড় ভাই আতাউর রহমান বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা করেন। থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুৎস্পৃষ্ট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ