Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কক্সবাজার শহরে করোনা রোগীর বাড়ি লকডাউন টাঙানো হয় লাল পতাকা

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৬:৩৫ পিএম

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার বাসিন্দা (এবিসি স্কুলের পাশে) আজকে শনাক্ত করোনা রোগী শাহ আলমের বাড়িটি লকডাউন করা হয়েছে। সাথে টাঙানো হয়েছ লালপতাকা।

জানা গেছে, শাহ আলম ওই এলাকার আবু সৈয়দের ছেলে। গত ৬ দিন আগে তিনি ঢাকা থেকে মাছের ট্রাকে করে বাড়িতে এসেছেন।

এর আগেও শাহ আলম ঢাকা-কক্সবাজার যাতায়াত করেছেন বেশ কয়েকবার। শুক্রবার বিকেলে স্থানীয় প্রশাসন শাহ আলমের বাড়িটি লকডন করে।

স্থানীয়রা কোয়ারেন্টাইনে থাকতে বললেও অমান্য করে গণহারে সবার সাথে মেলামেশা করার অভিযোগ রয়েছে । দোকানে চা খেয়েছে। আত্মীয় স্বজনদের বাড়িতেও ঘুরাফেরা করেছে।

এনিয়ে এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

১১ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ