Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৭:১৯ পিএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। গতকাল শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- ৫০ হাজার মাস্ক, ২ হাজার বোতল স্যানিটাইজার, ২ হাজার পিস আই প্রোটেক্টর, ১ হাজার পিস ফেইস শিল্ড এবং পুনঃব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই।
পুলিশ সদর দপ্তর জানায়, বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটে ইতোমধ্যে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া, সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য সব ইউনিটকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইজিপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ