Inqilab Logo

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যুত্থানে জড়িত প্রমাণ করতে পারলে সানন্দে মৃত্যুমঞ্চে যাব : গুলেন

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে কোনো সম্পৃক্ততা ছিল না বলে আবারো জোর দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি আলেম ফেতুল্লা গুলেন। নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেছেন, আমি পঞ্চাশবার বলেছি ৭৭ বছর বয়সে এসে আমি আমার গতিপথ পরিবর্তন করতে পারি না। তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে তার সম্পৃক্ততার প্রমাণ দিতে পারলে সানন্দে মৃত্যুমঞ্চে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গুলেন গত সোমাবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তুরস্কের অভ্যুত্থান প্রচেষ্টায় তাকে অভিযুক্ত করায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কঠোর সমালোচনা করেন গুলেন। গুলেন বলেন, সামরিক অভ্যুত্থান সম্পর্কে আমার পরিষ্কার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছি। আমি আল্লাহর প্রতি বিশ্বাসী। একজন অত্যাচারীর কাছে মাথানত করি না। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভ্যুত্থানে জড়িত প্রমাণ করতে পারলে সানন্দে মৃত্যুমঞ্চে যাব : গুলেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ