Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্কিন স্বাস্থ্যমন্ত্রীকে সরাতে চান ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। করোনাজনিত পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শুরুর দিকের ব্যবস্থাপনা নিয়ে তুমুল সমালোচনার মুখে এমন পরিকল্পনা চলছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ আভাস দিয়েছে। তবে শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে একে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন ডেপুটি হোয়াইট হাউস সেক্রেটারি জুড ডিরে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ১৮৫টি দেশ ও অঞ্চল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে মোট প্রাণহানির সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন-স্বাস্থ্যমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ