ত্বরিতগতিতে ভ্যাকসিনের প্রাপ্যতা প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রমাণ : সালমান এফ রহমান

ভারত থেকে বাংলাদেশে সংগ্রহ চুক্তির আওতায় কোভিশিল্ডের ৫০ লাখ ডোজের প্রথম চালানটি সোমবার দেশে পৌঁছে।
পবিত্র রমজানে রোজা পালনের পাশাপাশি অধিক হারে ইবাদত-বন্দেগী ও সৎকর্মে আত্মনিয়োগ এবং যাবতীয় গুনাহ পরিত্যাগের সংকল্পের জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।
এক বিবৃতিতে তিনি বলেন, মুসলমানদের জন্য পবিত্র রমজান মাস অত্যন্ত গুরুত্ববহ ও মর্যাদাশীল মাস। রমজান রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে রোযা, নামায, কুরআন তিলাওয়াত, যিকির ও দান-সদক্বা’সহ সকল ইবাদতের সাওয়াব অন্যান্য মাসের তুলনায় বহুগুণে বৃদ্ধি করা হয়। তিনি বলেন, এ মাসে অধিক ইবাদত, দান-সাদক্বা, লাইলাতুল ক্বদর ও ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।