Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে রমজানে সবজির বাজারে আগুন

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ৭:১৫ পিএম

আজ সোমবার গফরগাঁও উপজেলার প্রধান সাপ্তাহিক সালটিয়া বাজারে রমজান শুরু হওয়ার সাথে সাথে সবজি দাম বেড়েই চলছে । ১০/১৫টাকা প্রতি কেজি বেগুনে দাম এখন ৮০/১শত টাকা , শশা প্রতিকেজি ১০টাকার স্থলে ৩০/৪০টাকা , আদা প্রতিকেজি ২শত টাকার স্থলে ৩শত ৮০টাকা ও একহালি লেবু ১০টাকার স্থলে ৩০/৪০টাকা । এ ছাড়া অন্যান্য সবজির দামও অনুরুপ ভাবে বৃদ্ধি পেয়েছে । হরেক রকমের চাল , মাছ , গোছতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রবাদ্রির দাম প্রতিনিয়তই বেড়েই চলছে । তবে গফরগাঁও পৌরসভায় টিসিবির মালামাল মাত্র দু,দিন সরকার নিধারিত দামে দেয়া হয়েছে । তার পরে টিসিবির মালামাল বিতরণ রহস্যজনক কারণে বন্ধ হয়ে গেছে । ডাল ,চিনি ও ছোলা প্রতিকেজি ওজনে কিছুটা কম দেয়া হয়েছে বলে ক্রেতারা জানান । মোঃ আনোয়ার হোসেন নামে একজন ক্রেতা জানান , গফরগাঁও উপজেলা বিশাল এলাকা । উপজেলা সদরে প্রতিদিনেই টিসিবির মালামাল দেয়া দরকার । তাহলে বাজারের মনিহারি দোকানে দ্রবাদ্রির দাম কমে যেতে পারে । টিসিবির মাধ্যমে পিয়াঁজ ,আদা ও রসুন সরবরাহ করা দরকার ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রমজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ