Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

১২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ২:২৯ পিএম

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশেই। এর বিস্তার ঠেকাতে ১২ হাজারের বেশি কয়েদীকে মুক্ত করে দিতে যাচ্ছে আফগানিস্তান। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি সোমবার (২৭ এপ্রিল) এ সংক্রান্ত এক ডিক্রী জারি করেছেন। খবর তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর।
প্রিজন এফেয়ার্সের প্রধান রশিদ টোটাখাইল বলেন, বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত মোট ১২ হাজার ৩৯৯ জন কয়েদীকে নানান প্যারামিটার লক্ষ্য রেখে ক্ষমা করা হতে পারে।
তবে সতর্কতা হিসেবে এসব কয়েদীকে তাদের নিজ নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানান, রশিদ টোটাখাইল।
উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৭০৩ জন এবং মারা গেছে ৫৭ জন। সূত্র: আনাদুলু এজেন্সি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ