Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাজার সপ্রসারণে বিকেএমইএ’র সাথে সিয়েরা লিওন প্রতিনিধিদলের মতবিনিময়

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : গতকাল মঙ্গলবার, সকাল সাড়ে দশটায় বাংলাদেশে সফররত সিয়েরা লিওন এর ৪ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিকেএমইএ নেতৃবৃন্দের সাথে বিকেএমইএ’র নারায়ণগঞ্জস্থ প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। সভায় বিকেএমইএ পক্ষ থেকে সভাপতিত্ব করেন ২য় সহ-সভাপতি মনসুর আহমেদ ও সিয়েরা লিওন থেকে প্রতিনিধিত্ব করেন আবদুল কামারা, ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, মিনিস্ট্রি অফ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি। বাংলাদেশ ও সিয়েরা লিওন এর মধ্যকার বাণিজ্য হার কম হলেও বর্তমানে দুই পক্ষের দিক থেকেই ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। ২০০২ সালে সিয়েরা লিওন বাংলা ভাষাকে সম্মানমূলক অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। তাছাড়া শান্তি মিশনের সফলতার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের নামে সেই দেশে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। এই দুই দেশের সামগ্রিক বাণিজ্য হার তেমন উল্লেখযোগ্য না হলেও নতুন বাজার স¤প্রসারণের লক্ষ্যে বিকেএমইএ ও বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিকেএমইএ’র প্রতিনিধিদলকে তাঁরা তাদের দেশে আমন্ত্রণ জানান। সিয়েরা লিওনের কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক (গবেষণা বিভাগ) মোরলাই বাংগুরা মনে করেন, বাংলাদেশের নীট খাতের স¤প্রসারণশীল বাণিজ্য বিস্তৃতির পরিকল্পনায় সিয়েরা লিওন নতুন এক সম্ভবনাময় দেশ হিসেবে পরিলক্ষিত হবে। বাংলাদেশের নিরবিচ্ছিন্ন নৌ বন্দর ব্যবস্থাপনার সুবিধা, কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের কথা বিবেচনায় নিলে সিয়েরা লিওন চীনের বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নীট পণ্য আমদানী করার ইচ্ছা পোষণ করেন। সিয়েরা লিওনের অনারারি কনসাল জেনারেল ওনু জায়গিরদার বাংলাদেশের নীট শিল্পখাতকে আরো স¤প্রসারণের লক্ষ্যে এবং শিল্প স্থাপনের জন্য আগ্রহী করে তুলতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রয়োজনীয় জায়গা বরাদ্দের নিশ্চয়তা প্রদান করেছেন। সিয়েরা লিওনে নীট পোশাক রপ্তানীর জন্য প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাজার বিদ্যমান রয়েছে। এক্ষেত্রে শুল্ক কাঠামো রয়েছে প্রায় ২৪.১২ শতাংশ। বাংলাদেশ থেকে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদানের ব্যবস্থা করা, ব্যাংকিং সুবিধা নিয়মিতকরণ ও শিথিলকরণের জন্য আলোচনা, বার্ষিক দ্বিপাক্ষীয় বৈঠকের আয়োজন করা ইত্যাদি স্বল্প মেয়াদে ব্যবস্থা গ্রহণ করা হলে দু’দেশের মধ্যে বাণিজ্য উদারীকরণ হবে। সভায় বিকেএমইএ ২য় সহ-সভাপতি মনসুর আহমেদ সিয়েরা লিওন প্রতিনিধিদলের প্রতি উক্ত আহŸান জানান। এছাড়াও তিনি দু’দেশের মধ্যে ব্যাংকিং পদ্ধতি আরও কার্যকর করা এবং সহজ শর্তে দু’দেশের মধ্যকার নীট খাতের পণ্য রপ্তানিকরণের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে উদ্যোগ নেয়ার আহŸান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন বিকেএমইএ সহ-সভাপতি (অর্থ) জি. এম ফারুক ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে, সিয়েরা লিওনের প্রতিনিধিদলের মধ্যে আবদুল কামারা, ডিরেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, মিনিস্ট্রি অফ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি, ওনু জায়গিরদার, অনারারি কনসোল জেনারেল, এস্থার জনসন, হেড অব ফিনান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট ইউনিট (সেন্ট্রাল ব্যাংক অফ সিয়েরা লিওন) ও সিয়েরা লিওনের কেন্দ্রীয় ব্যাংকের সহকারী পরিচালক (গবেষণা বিভাগ) মোরলাই বাংগুরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজার সপ্রসারণে বিকেএমইএ’র সাথে সিয়েরা লিওন প্রতিনিধিদলের মতবিনিময়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ