Inqilab Logo

ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪ আশ্বিন ১৪২৭, ১১ সফর ১৪৪২ হিজরী
শিরোনাম

জাবির এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ২:৩৩ পিএম

করোনায় আক্রান্ত পুলিশ বাবার সংস্পর্শে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী ও তার মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাজধানীর রাজারবাগে নিজ বাসায় অবস্থানকালে দর্শন বিভাগের ওই শিক্ষার্থী এ ভাইরাসে আক্রান্ত হন বলে জানা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে ওই শিক্ষার্থী বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, ওই শিক্ষার্থীর পুলিশ সদস্য বাবা গত ২২ এপ্রিল করোনায় আক্রান্ত হন। পরে তাদের পরিবারের সবার করোনা পরীক্ষা করা হয়। এতে ওই শিক্ষার্থী ও তার মায়েরও করোনা পজিটিভ এসেছে।

ওই শিক্ষার্থী বলেন, ‘বাবার টেস্টের পরই আমাদের পরিবারের সবার টেস্ট করানো হয়েছিল। গতকাল রাতে আইইডিসিআর থেকে পাঠানো ক্ষুদেবার্তায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে আমি ও আম্মু আইসোলেশনে আছি। আমরা সুস্থ আছি। আমার ছোট দুই বোনেরও পরীক্ষা করা হয়েছিল। ওদের ফল নেগেটিভ এসেছে।’

ওই শিক্ষার্থীর চাচা ডা. মো. মনির খান বলেন, ‘ওর বাবা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি আছেন। তেমন কোনো জটিল করোনা উপসর্গ না থাকায়, ডাক্তাররা ওকে (জাবি শিক্ষার্থী) বাসাতেই আইসোলেশনে থাকতে বলেছেন।’

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, ‘এ রকম একটি তথ্য পেয়েছি। আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। আমরা অবশ্যই ওই শিক্ষার্থীর পাশে দাঁড়াব।’

জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান বলেন, ‘কয়েকদিন আগে এই শিক্ষার্থীর বাবার আক্রান্তের কথা শুনেছিলাম। আমরা ওই শিক্ষার্থীর বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। আমাদের যা করণীয়, আমরা তাই করব।’ 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

২৮ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন