Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক এলাকা লকডাউন

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ২:৫৩ পিএম

পাবনার চাটমোহর হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী (এমটিইপিআই) করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতাল ও আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করা হয়। সেখানে বলা হয় যেহেতু কমপ্লেক্স এ কর্মরত ইপিআই টেকনিশিয়ান মো: খলিলুর রহমান (৫৩) করোনায় আক্রান্ত হয়েছেন সেকারণে হাসপাতাল ও আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই সবাইকে ঘরে থেকে পরিস্থিতি মোকাবেলা করার অনুরোধ জানানো হয়। হাসপাতালে না যেতে নিরুৎসাহিত করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস পজেটিভ হওয়ার পর হাসপাতাল ও সকল কোয়াটার লকডাউন করে দেওয়া হয়েছে। একইসাথে সবাইকে ঘরে অবস্থান করার জন্য বলা হয়েছে। জরুরী স্বাস্থ্যসেবা নিতে সবাইকে হাসপাতালের চিকিৎসকদের মোবাইলে (০১৭৩০৩২৪৬৯১,০১৭৮৬১৬৯২৬৫) যোগাযোগ করার আহবান জানান তিনি।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুয়াইবুর রহমান জানান, আমরা সবাই এখন হোম কোয়ারেন্টিনে রয়েছি। যিনি আক্রান্ত তার সংস্পর্শের বাইরে যারা ছিলেন শুধু তারা জরুরী বিভাগে দায়িত্ব পালন করবেন। মোবাইল নাম্বার দেয়া আছে। সবাইকে সেখানে ফোনে জরুরী স্বাস্থ্যসেবা নিতে পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মীর নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। যদিও তার মধ্যে করোনার উপসর্গগুলো নেই। তিনি নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। এ নিয়ে চাটমোহরে তিনজনের করোনা পজেটিভ এসেছে।



 

Show all comments
  • Md.Adbur Rashid ৩ মে, ২০২০, ১১:৪৭ পিএম says : 0
    চাটমোহর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুয়াইবুর রহমান তিনি নিজে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তারা সকলেই হোম কোয়ারেন্টিনে আছেন। তাহলে হাসপাতালের যে সকল স্ফোট আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তারা নিশ্চয় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন। তারা যদি হোম কোয়ারেন্টিনের শর্তগুলো যথাযথ পালন না করে। তবে যে গ্রামের আছেন,সে গ্রামসহ আশে পাশ্বের বাড়িগুলো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝঁকি মধ্যে রাখা হয়েছে। তাই হাসপাতালের যে সকল স্টাফ হোম কোয়ারেন্টিনে আছে তাদের নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ করা ও হোম কোয়ারেন্টিনের শর্তগুলো যথাযথ পালন করছেন কি না তা নিশ্চিত করা একান্ত প্রযোজনা। পৈলানপুর গ্রামের চাটমোহর উপজেলা হাসপাতালে চাকরী করেন। তারা যদি হোম কোয়ারেন্টিনে আওতায় থাকেন,তারা হোম কোয়ারেন্টিনের কোন শর্ত পালন করছে না।
    Total Reply(0) Reply
  • Md.Adbur Rashid ৩ মে, ২০২০, ১১:৫৮ পিএম says : 0
    চাটমোহর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শুয়াইবুর রহমান তিনি নিজে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তারা সকলেই হোম কোয়ারেন্টিনে আছেন। তাহলে হাসপাতালের যে সকল স্ফোট আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তারা নিশ্চয় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন। তারা যদি হোম কোয়ারেন্টিনের শর্তগুলো যথাযথ পালন না করে। তবে যে গ্রামের আছেন,সে গ্রামসহ আশে পাশ্বের বাড়িগুলো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝঁকি মধ্যে রাখা হয়েছে। তাই হাসপাতালের যে সকল স্টাফ হোম কোয়ারেন্টিনে আছে তাদের নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশ করা ও হোম কোয়ারেন্টিনের শর্তগুলো যথাযথ পালন করছেন কি না তা নিশ্চিত করা একান্ত প্রযোজনা। পৈলানপুর গ্রামের চাটমোহর উপজেলা হাসপাতালে চাকরী করেন। তারা যদি হোম কোয়ারেন্টিনে আওতায় থাকেন,তারা হোম কোয়ারেন্টিনের কোন শর্ত পালন করছে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লকডাউন

৭ এপ্রিল, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ