মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী হয় না জমিয়াতুল মোদার্রেছিনের সভায় এমপি শাওন

মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদী হয় না লালমোহন উপজেলা জমিয়াতুল মোদাররেছিন ও লালমোহন উপজেলা ওলামালীগের আয়োজনে শিক্ষার
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সকালে অস্ত্র মামলার আসামি সুজন খন্দকার (৩৪) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সে নওগাঁ সদর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মাহাতাব খন্দকারের ছেলে। চলতি বছরেই সে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলো। এরপর থেকে নওগাঁ জেলা কারাগারে বন্দী ছিলো। শারীরিক অসুস্থতার জন্য গত ২৪ এপ্রিল তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর তাকে রামেক হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যায়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, সুজন হৃদরোগে আক্রান্ত হয়েছিলো। এ কারণে তার মৃত্যু হয়েছে। রামেক মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।