Inqilab Logo

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

হেফাজতে মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:০৭ এএম

নগরীর টেরিবাজারে পুলিশ হেফাজতে এক দোকান কর্মচারীর মৃত্যুর ঘটনায় বকশিরহাট পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল ইসলাম ও দুই কনস্টেবলসহ তিন জনকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান গতকাল ইনকিলাবকে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন ফেলে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদন আজ শুক্রবার পাওয়া যাবে বলে জানান তিনি।
কমিটির প্রধান এডিসি (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন তদন্ত চলছে এখন কিছু বলা যাবে না।
বুধবার সন্ধায় টেরিবাজারের প্রার্থনা বস্ত্রালয়ের কর্মচারী গিরিধারি চৌধুরীকে (৬০) চার বস্তা কাপড়সহ আটক করে ফাঁড়িতে আনা হয়। পুলিশের দাবি সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ