Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যৌতুক দাবির অভিযোগ প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে তার পুত্রবধূ ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের ছাত্রী শারমীন সুলতানা যৌতুক দাবী, মারধরসহ নির্যাতনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে। গতকাল বুধবার প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ২০১২ সালের ১৪ জানুয়ারি সরাইলের কালিকচ্ছের খুরশেদ আলম ও আওয়ামী লীগ নেত্রী রোকেয়া বেগমের পুত্র আরাফাত আলম রাজীবের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকার, মোটরসাইকেল, ফার্নিচার যৌতুক হিসেবে দেয়া হয়। বিয়ের কিছুদিন পর রাজীব সউদী আরব চলে যায়। বিদেশ থেকে ফিরে এসে যৌতুকের জন্য চাপ দেয়। তিনি জানান, আমার শাশুড়ীও যৌতুকের জন্য চাপ দিতে থাকে। তার চাপে বাধ্য হয়ে আমার প্রবাসী ভাইয়ের নিকট থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা এনে দেই। বিয়ের পর আমার লেখাপড়া বন্ধ করে দিতে চেয়েছিল। গত ১৪ জুলাই তার স্বামী আবারও ৩ লাখ টাকা যৌতুক দাবী করে। টাকা না দিতে না পারলে দ্বিতীয় বিয়ে করার হুমকি দেয় এবং শারীরিক নির্যাতন করে। এ বিষয়ে আমি গত ১৬ জুলাই সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করি। মামলায় তার স্বামী ও শাশুড়ীকে গ্রেফতার করে পুলিশ। পরে শাশুড়ী জামিন পায় ও স্বামীকে জেলহাজতে প্রেরণ করা হয়। জামিনে এসে শাশুড়ী আবারও তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে শহরে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেয়। সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী মহিলালীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌতুক দাবির অভিযোগ প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে মামলার বাদী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ