Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

যাকাতসহ ১০% সম্পদ শ্রমজীবী মানুষের জন্য ব্যয় করুন ইসলামী শ্রমিক আন্দোলন

করোনায় মহান মে দিবসের আহবান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৯:৩২ এএম

মে দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা মো. আশরাফ আলী আকন শিল্প মালিক ও ধনাঢ্য ব্যক্তিদের উদ্দেশ্যে বলেছেন, যাকাতসহ ১০% সম্পদ গরীব শ্রমজীবী মানুষের জীবন জীবিকার জন্য ব্যয় করুন। মে দিবসের কথা মনে হলে ভেসে ওঠে পুঁজিবাদী অর্থনীতির একটি বিভৎস চেহারা। আজ বৃহস্পতিবার পুরানা পল্টনে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এসময়ে আরো উপস্থিতি ছিলেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী আলহাজ আব্দুর রহমান ও জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, একমাত্র ইসলামী শ্রমনীতিই পারে কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করে উন্নত জীবন যাপনের নিশ্চয়তা প্রদান করতে। ১৪০০ বছর পূর্বে হযরত মুহাম্মদ (সা.) শ্রমজীবি মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে প্রনয়ণ করেছিলেন ইসলামী শ্রমনীতি। ইসলামী শ্রমনীতির মূল কথাই হলো শ্রমজীবি মেহনতি মানুষের উপরে কোন ধরনের জুলুম নির্যাতন ও অধিকার বঞ্চিত করা যাবে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ