Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

পেকুয়ায় নতুন ইউএনও যোগদান করবেন ৩ মে

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ১২:৩৪ পিএম

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় ইউএনও বদল হয়েছে। ইউএনও সাঈকা সাহাদাত একজন চেয়ারম্যান এর সাথে ত্রাণের চাল আত্মসাত কেলেঙ্কারিতে জড়িত ছিলেন এমন অভিযোগের প্রেক্ষিতে তাঁকে বদলী করা হয়।

নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নাজমা সিদ্দিকা বেগমকে নিয়োগ দেয়া হয়। আগামী রবিবার ৩ মে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে ।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এক প্রজ্ঞাপনে নাজমা সিদ্দিকা বেগমকে আগামী ৩ মে’র মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

পেকুয়ার বিদায়ী ইউএনও সাঈকা সাহাদত’র চাকুরী চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, পেকুয়ার টৈটং ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে ১৫ টন ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ এনে গত ২৮ এপ্রিল পেকুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। তাকে বরখাস্ত করা হয়েছে।

বদলীকৃত ইউএনও সাঈকা সাহাদাতও এই ত্রাণের চাল আত্মসাত কেলেংকারীতে জড়িত ছিলো বলে অভিযোগ উঠেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউএনও


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ