চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ

ড. মোঃ নাছিম আখতারকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) নিয়োগ দেয়া হয়েছে।
কক্সবাজারের টেকনাফে র্যবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের দুই সদস্য নিহত হয়েছে। এসময় ১৩ টি দেশীয় তৈরি অস্ত্র ও ২৮ রাউন্ড গুলি ও দুইটি ধারালো দা' উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো, জকির গ্রুপের সদস্য ডাকাত রশিদ ও ডাকাত হাকিম।
সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরও জানান, ভোররাতে জাদিমোড়ার পাহাড়ে জাদিমুড়া ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-১৫ একদল সদস্যের সাথে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের গোলাগুলি হয়।
এ ঘটনায় দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়। এতে কয়েকজন র্যাব সদস্য আহত হয়েছে বলে জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।