Inqilab Logo

ঢাকা, বুধবার, ০৮ জুলাই ২০২০, ২৪ আষাঢ় ১৪২৭, ১৬ যিলক্বদ ১৪৪১ হিজরী

ফের সিরিয়ায় ইসরাইলি রকেট হামলা, নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১১:১৪ এএম

ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি হেলিকপ্টার-গানশিপ থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে আবারও বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে। এতে ৩ জন বেসামরিক লোক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা শুক্রবার এ খবর দিয়েছে। বার্তা সংস্থাটি জানায়, অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ইসরাইলি হেলিকপ্টার-গানশিপ এসব হামলা চালায়।

তবে ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থানে ইসরাইল অন্তত পাঁচটি রকেট হামলা চালিয়েছে। সিরিয়া এবং ইসরাইল দু´পক্ষের গণমাধ্যমই জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়া সরকারের বিরুদ্ধে উগ্রবাদী যেসব সন্ত্রাসীগোষ্ঠী সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করছে হিজবুল্লাহ। ফলে, ইসরাইলের এ হামলাকে সন্ত্রাসীদের বাঁচানোর পদক্ষেপ বলে বিবেচনা করা হচ্ছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইসরাইলি ওই হামলায় অন্তত ৩ জন বেসামরিক লোক নিহত হওয়ার কথা স্বীকার করেছে। 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ