Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

টাঙ্গাইল সদর উপজেলায় নতুন করে এক নারী স্বাস্থ্য সহকারী করোনাভাইরাসে আক্রান্ত, জেলায় মোট আক্রান্ত ২৭জন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ১:৩৫ পিএম

টাঙ্গাইল সদর উপজেলায় নতুন করে এক নারী স্বাস্থ্য সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলো ২৭ জন। জেলায় মোট হোমকোয়ারেন্টাইনে রয়েছে নতুন ৫০জনসহ ১৫২৯ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে একজন চিকিৎসকসহ ৪ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জনান, ইতিমধ্যে ৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, জেলায় সর্বমোট হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয় ৫৯৩১ জনকে। এদের মধ্যে ৪৪০২ জনকে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে। জেলা থেকে সর্বমোট নমুনা প্রেরণ করা হয় ১৮৪৯ জনের। এদের মধ্যে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৭৮৩ জনের করোনা নেগেটিভ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ