Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টাঙ্গাইলে নতুন করে একদিনে সর্বোচ্চ ১২ জন করোনায় আক্রান্ত

জেলায় সর্বমোট আক্রান্ত ৪৪ জন

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মে, ২০২০, ১১:২৫ এএম

টাঙ্গাইলে নতুন করে একদিনে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ধনবাড়ী উপজেলায় ৩ জন, গোপালপুরে ২ জন, ভূঞাপুরে ১ জন, কালিহাতীতে ২ জন, দেলদুয়ারে ২ জন ও মির্জাপুর উপজেলায় ২ জন রয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সখ্যা দাড়ালো ৪৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১২৬ জনের নমুনা পাঠানো হয় তাদের মধ্যে ৮০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয় এবং ৬৮ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়নি। অপরদিকে আগের পাঠানো নমুনাসহ ১৬৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পেন্ডিং রয়েছে। জেলায় সর্বোমোট ১৮৩৯ জন হোমকোয়ারেন্টাইনে রয়েছে। প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ২ জন। আক্রান্তদের মধ্যে ১১ জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন। ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩১ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সদর উদ্দিন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এ পর্যন্ত ৮ জন রোগী ভর্তি হয়। তাদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে একজন চিকিৎসকসহ ৪ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা অনেকটা ভাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ