নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাপায় স্ত্রী নিহত, স্বামী আহত
শনিবার (২৩ জানুয়ারী) সকালে নওগাঁর মান্দায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আনজুয়ারা বিবি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন তার স্বামী মোটরসাইকেলের
কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হুমায়ূন (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত বুধবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি মেম্বার আনছার ও দুলাল ব্যাপারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার রাতে দুলাল ব্যাপারীর সমর্থক হুমায়ন মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আনসার মেম্বারের সমর্থকরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় ১জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।