Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণের পাশাপাশি মশক নিধন কার্যক্রমে পৌর মেয়র

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ৮ মে, ২০২০, ৭:৪২ পিএম

মহামারি করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণের পাশাপাশি মশক নিধন কার্যক্রম শুরু করেছে সাভার পৌর সভার মেয়র হাজী আব্দুল গণি।

বৃহস্পতিবার পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব আব্দুল গনি।
এখন থেকে প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে পৌরসভার নাগরিকদের সচেতনতার পাশাপাশি মশক নিধন কার্যক্রমও চালাবে পৌরসভা কর্তৃপক্ষ।
এছাড়াও পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন সড়কে গাড়িতে করে জীবাণুনাশক ছেটানো হচ্ছে।
সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি বলেন, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া খেটেখাওয়া মানুষজন ও হতদরিদ্রদের জন্য ত্রাণ বিতরণের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে পৌরসভা। করোনভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি মশক নিধন কার্যক্রমও চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ