Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জম্মু ও কাশ্মীরে ২ পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০৩ এএম

ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের দুই সদস্য আত্মহত্যা করেছেন। তারা হলেন- ফতেহ সিং (৩৬) ও বাবু (৪৬)। গত সোমবার নিজেদের পিস্তল দিয়ে তারা আত্মহত্যা করেন বলে পুলিশের বরাতে জানিয়েছে এই সময়। সংবাদমাধ্যম জানায়, সোমবার কাশ্মীরের অনন্তনাগে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ফতেহ সিং। তিনি সিআরপিএফের ৯৬ ব্যাটালিয়নে এসআই হিসেবে কর্মরত ছিলেন। এই প্রথম জম্মু-কাশ্মীরে করোনা সম্পর্কিত প্রথম আত্মহত্যার ঘটনা ঘটল। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে সোমবার রাতে কাশ্মীরের শ্রীনগরে সিআরপিএফের আরেক কর্মকর্তা গুলি চালিয়ে আত্মহত্যা করেন। আত্মঘাতী বাবু ছিলেন সিআরপিএফের ৪৯ ব্যাটালিয়নের এএসআই। তার বাড়ি গোয়ালিয়রে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ